World

হরিণের অস্বাভাবিক কাণ্ড, মৃত ১

Published by
News Desk

গ্রামীণ এলাকা। চাষ জমি। আর জঙ্গল। সেই গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছিলেন এক পুরুষ ও এক মহিলা। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মত তাঁদের কাছে চলে আসে একটি হরিণ। তারপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর। একেবারে আক্রমণের মেজাজ। বাঘ, সিংহ, ভল্লুকের মত নানা হিংস্র জানোয়ার মানুষকে আক্রমণ করেছে এমন উদাহরণ অনেক আছে। কিন্তু হরিণের মত আপাত শান্ত নিরীহ প্রাণি যে এমন ভয়ংকর হয়ে উঠতে পারে তা কে জানত!

শুধু আক্রমণ করাই নয়। হরিণের আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ছাড় পাননি সঙ্গে থাকা মহিলাও। তাঁকেও গুরুতর আহত করে হরিণটি। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় রীতিমত চমকিত গ্রামবাসীরা। হরিণ এমন কাণ্ড করতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার ওয়াংরাটা নামে শহরের কাছের একটি গ্রামে। ঘটনার পর সেখানে পুলিশ হাজির হয়। হরিণটিকে তারা দেখতেও পায়। দেখা মাত্র হরিণটিকে হত্যা করে পুলিশ। এমন ক্ষেত্রে প্রাণিকে হত্যার যে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয় তা মেনেই হরিণটিকে হত্যা করা হয়। এক্ষেত্রে প্রাণিটির মৃত্যু হয় ঠিকই। তবে মৃত্যু যন্ত্রণা তাকে সহ্য করতে হয়না। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts