World

তরুণীর বাড়িতে ডেটিং-ডিনার ভারতীয় ছাত্রের, পরে রহস্যমৃত্যু

Published by
News Desk

বিদেশে পড়তে গিয়ে ভারতীয় ছাত্রদের মৃত্যুর ঘটনা ঘটছে বার বার। এবার অস্ট্রেলিয়ায় পড়তে গিয়ে মৃত্যু হল মৌলিন রাঠোর নামে ২৫ বছরের এক যুবকের। এই ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

অজি সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, ডেটিং সাইটে ওই ছাত্রের সঙ্গে পরিচয় হয় ১৯ বছরের এক তরুণীর। এরপর পশ্চিম মেলবোর্নের সানবেরি এলাকায় মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মৌলিন। সেখানে তরুণীর সঙ্গে রাতে খাওয়াও সারেন মৌলিন। গত সোমবার সেখান থেকে আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। ছাত্রটির শরীরে আঘাতের চিহ্ন পায় পুলিশ। এরপর তাঁকে ভর্তি করা হয় মেলবোর্নের একটি হাসপাতালে। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর।

জানা গেছে, বাড়িতে একা থাকত ওই তরুণী। ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তাকে আদালতেও তোলা হয়েছে। মৌলিন বাবা-মা-এর একমাত্র সন্তান। একমাত্র সন্তানের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার।

Share
Published by
News Desk
Tags: Australia

Recent Posts