World

ভাল্লুককে বাঁচিয়ে দিলেন বৃদ্ধ, কড়া করে বকুনিও দিলেন, চুপ করে শুনল ভাল্লুক

ওরা সব বোঝে। নাহলে এক অচেনা বৃদ্ধের বকুনি এভাবে চুপ করে সহ্য করতনা সে। তেমনই মনে করছেন সকলে। ঘটনাটা ঠিক যা ঘটেছে।

Published by
News Desk

ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে অনেক গাড়ি। তারমধ্যেই কয়েকটি গাড়ি থমকে দাঁড়িয়ে পড়ল। কারণ রাস্তার মাঝে চলে এসেছেন এক বৃদ্ধ। কেন এমন ঝুঁকি নিলেন ওই বৃদ্ধ? ভাল করে দেখতে গিয়ে দেখা যায় বৃদ্ধ সাধ করে আসেননি।

তিনি এসেছেন একটি ভাল্লুককে বাঁচাতে। এ ভাল্লুকগুলির চেহারা ছোট হয়। নাম কোয়ালা ভাল্লুক। সে রাস্তার ধারের জঙ্গল থেকে কোনও কারণে বেরিয়ে একেবারে গাড়ির মাঝখানে চলে আসে। তারপর দিশেহারা হয়ে পড়ে।

এই অবস্থায় একটু ছটফট করলেই গাড়ির তলায় যেতে পারত সে। যা দেখে ওই বৃদ্ধ এগিয়ে এসে তাকে হাতে তুলে নেন। তারপর রাস্তা পার করে নামিয়ে দেন জঙ্গলের ধারে।

এখানেই শেষ নয়। বৃদ্ধকে বেশ কড়া করে বকুনি দিতে দেখা যায় ভাল্লুকটিকে। সে ভাল্লুকও বৃদ্ধের বকুনি চুপ করে তাঁর দিকে চেয়ে সহ্য করছিল। এতটুকু প্রতিবাদ না করে।

বৃদ্ধ অবশ্য বকছিলেন অন্য কারণ। তিনি কোয়ালাটিকে বলছিলেন সে যেন তাঁকে আঁচড়ানোর চেষ্টা না করে। কিন্তু যখন কোয়ালাটিকে তিনি তুলে নেন তখনই তো অচেনা কেউ এভাবে তুলে নেওয়ায় সে আঁচড়ে দিতে পারত!

৮২ বছরের ওই বৃদ্ধ স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে জানান, ভাল্লুকরা সব বোঝে। তাকে যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাকে রক্ষা করতে তা সে জানে বলেই বিনা প্রতিবাদে চলে আসে। বকুনিও সহ্য করে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।

Share
Published by
News Desk
Tags: Australia