World

বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন, সাড়ে ৬ মাইল লম্বা, ৮টা ইঞ্জিন, কোথায় ছোটে এই ট্রেন

বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন এটি। যে ট্রেনকে টেনে নিয়ে যেতে ৮টি ইঞ্জিনের দরকার পড়ে। লম্বায় এটি সাড়ে ৬ মাইল।

Published by
News Desk

বিশ্বে বহু ট্রেন ছুটে বেড়াচ্ছে। কোনওটা যাত্রীবাহী তো কোনওটা পণ্যবাহী। এদের মধ্যে সবচেয়ে লম্বা ট্রেন কোনটা এটা জানতে সকলেরই ইচ্ছা হয়। পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেনটি কিন্তু চমকে দেওয়ার জন্য যথেষ্ট।

ট্রেনটি লম্বায় সাড়ে ৬ মাইল। কিলোমিটারের হিসাবে ৭.৩ কিলোমিটারের মত। একটা ট্রেন এত লম্বা! অবাক হতে হয়। তবে চমক আরও আছে। ট্রেনটিকে টেনে নিয়ে যেতে ৮টি ইঞ্জিন ব্যবহার করা হয়।

তবে এই অতিকায় ট্রেনটি টেনে নিয়ে যেতে কোনও চালকের দরকার পড়ে না। একাই স্বয়ংক্রিয়ভাবে ছুটে চলে ট্রেনটি। এই ট্রেনে যেমন কোনও চালক থাকেন না, তেমন কোনও যাত্রীও থাকেন না। কারণ ট্রেনটি পণ্যবাহী।

মোট ওয়াগানের সংখ্যা ৬৮২। আর চাকা রয়েছে ৫ হাজার ৬৪৮টি। সাধারণত আকরিক লোহা নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। চালক ছাড়াই ট্রেনটি তার যাত্রা সম্পূর্ণ করে কোনও সমস্যা ছাড়াই।

বিশ্বের সবচেয়ে লম্বা এই ট্রেনটি চলে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওর নামে এই ট্রেনটি অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তের ইয়ান্দি খনি থেকে উত্তোলিত কয়লা পৌঁছে দেয় হেডল্যান্ড বন্দরে।

প্রায় ১ লক্ষ টন লৌহ আকরিক নিয়ে ছুটতে সক্ষম এই পণ্যবাহী ট্রেনটি। ২ দশকের বেশি সময় ধরে এই ট্রেন তার কাজ চালিয়ে যাচ্ছে। এটি এখন আর কেবলই অস্ট্রেলিয়ার এক পণ্যবাহী ট্রেন নয়, এটি এখন বিশ্বের এক অন্যতম দর্শনীয় যানে পরিণত হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Australia