World

কি ওটা, ভোররাতের আকাশে রহস্যময় সবুজ গোলা, রং বদলে হল কমলা

ভোরের আলো তখনও ফোটেনি। অন্ধকার আকাশের বুক চিরে আচমকা ঝলসে উঠল সবুজ গোলা। ছুটতে শুরু করল সেই রহস্যময় অতি উজ্জ্বল আলো।

Published by
News Desk

ভোর হবে হবে করছে। রাতের আকাশে অন্ধকারটা তখনও লেপ্টে আছে। সেই সময় কিছু মানুষ রাস্তায় ছিলেন। কেউ বাড়িতে সবে ঘুম থেকে উঠেছেন। কারও বা কর্মসূত্রেই রাতজাগা। তেমনই অনেক মানুষ অবাক হয়ে গেলেন আকাশের দিকে চেয়ে।

না দেখেও উপায় নেই। তার আলো এতটাই তীব্র যে নজর চলেই যায়। আকাশের বুক চিরে তখন ছুটে চলেছে এক সবুজ আলোর গোলা। তীব্র আলোটা মাঝেমাঝেই আরও ঝলসে উঠছে।

সবুজ আলোটা আবার যখন ঝলসে উঠছে তখন তার রংটা কমলা হয়ে যাচ্ছে। এই সবুজ ও কমলা উজ্জ্বল আলোর গোলক তখন হতবাক করে দিয়েছে সকলকে। অনেকেই ক্যামেরাবন্দি করেন সে দৃশ্য।

এমন দৃশ্য তাঁরা কখনও দেখেননি। এদিকে আলোটা ক্রমশ নিচের দিকে নেমে আসে। কি ওটা? হতবাক ভাব কাটতেই শুরু হয় জল্পনা। অনেকে মনে করেন ওটা নির্ঘাত কোনও ভিনগ্রহী যান। আবার কেউ ভাবেন ওটা কোনও মহাজাগতিক বিস্ময়।

মহাজাগতিক বিস্ময় সন্দেহ নেই। কারণ বিশেষজ্ঞেরা জানিয়ে দেন অস্ট্রেলিয়ার আকাশ জুড়ে যে সবুজ অতি উজ্জ্বল আলো সকলে দেখতে পেয়েছেন তা নিয়ে রহস্যের অবকাশ খুব একটা নেই। জল্পনারও নয়। কারণ ওটা একটা ভয়ংকর উল্কাপিণ্ড।

যা পৃথিবীতে আছড়ে পড়ার জন্য বায়ুমণ্ডলে বাধা পেয়ে ঝলসে উঠছিল। তাই নজর কাড়ে সকলের। এখন বিশেষজ্ঞেরা খুঁজে দেখছেন সেই উল্কাপিণ্ডটি আকাশেই এভাবে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে, নাকি তার কিছুটা পৃথিবীর মাটিতে আছড়ে পড়েছে।

Share
Published by
News Desk
Tags: Australia