Categories: World

মায়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সুকির বন্ধু

Published by
News Desk

৪ মাসের অপেক্ষার অবসান। অবশেষে মায়ানমারের প্রেসিডেন্টের নাম ঘোষণা করল আন সান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।

প্রাক্তন জুনতা সরকারের তৈরি করা সংবিধান অনুযায়ী কোনও ব্যক্তি নিজে মায়ানমারের নাগরিক হলেও, তাঁর পরিবারের কেউ মায়ানমারের নাগরিক না হলে তাঁকে প্রেসিডেন্ট করা যাবে না।  মায়ানমারের জননেত্রী আন সান সুকির সন্তানরা বিদেশি। ফলে সংবিধানিক বিধিনিষেধের আওতায় পড়ে আটকে যায় সুকির প্রেসিডেন্ট হওয়া। গত নভেম্বরে দেশের সাধারণ নির্বাচনে তাঁর দল দুরন্ত জয় পেলেও তিনি প্রসিডেন্ট হতে পারছিলেন না। যদিও তাঁর দলের তরফে জানিয়ে দেওয়া হয় যেই প্রেসিডেন্ট হন না কেন, বকলমে দেশ চালাবেন সুকিই। তবে সেই পুতুল প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল ক্ষমতাসীন এনএলডি সরকার।

অবশেষে এদিন সুকি ঘনিষ্ঠ টিন কওকে তাদের দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে তুলে ধরল এনএলডি। মাত্র ২ মাস আগে এনএলডির সদস্য হওয়া টিন এক সময়ে সুকির গাড়িও চালিয়েছেন।

Share
Published by
News Desk

Recent Posts