National

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক ব্যক্ত করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

Published by
News Desk

এক শূন্যতা তৈরি হল। একটা যুগের অবসান। ২১ শতকের শক্তিশালী, সমৃদ্ধ ভারত গঠনের ভিত গড়ে দিয়েছিল তাঁর উদাহরণ স্বরূপ নেতৃত্ব। তাঁর ভবিষ্যতমুখী পলিসি প্রতিটি দেশবাসীর জীবনকে ছুঁয়েছে। তিনি এমন এক নেতা যাঁর কোনও শত্রু ছিলনা। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে এভাবে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু নরেন্দ্র মোদী বলেই নয় অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলমত নির্বিশেষে সকল নেতা। সকলেই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ। এটাই বোধহয় এক মহান নেতার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি পার করেছিলেন দলের গণ্ডি। হয়ে উঠেছিলেন দেশের নেতা।

এক সত্যিকারের দেশনায়ককে হারাল ভারত। অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর খবরে তিনি শোকাহত। এদিন এমনই জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

লালকৃষ্ণ আডবাণী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ৬৫ বছরের এক বন্ধুকে হারালাম। তাঁর কাছে অটলবিহারী বাজপেয়ী ছিলেন এক রাজনৈতিক সহকর্মীর চেয়েও অনেক বেশি।

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ট্যুইট বার্তায় রাহুল গান্ধী জানান, আজ দেশ তার এক মহান সন্তানকে হারাল।

Share
Published by
News Desk