State

গঙ্গাসাগরে বিসর্জন হল অটলবিহারী বাজপেয়ীর অস্থি

Published by
News Desk

অটলবিহারী বাজপেয়ীর অস্থি নিয়ে অস্থি কলস যাত্রা চলছে বিভিন্ন প্রান্তে। রাজ্যে অস্থি কলস নিয়ে গঙ্গাসাগরের দিকে রওনা হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা সহ বহু নেতা কর্মী। গত বৃহস্পতিবার গঙ্গাসাগরে পৌঁছয় অস্থি কলস। তারপর তা রাতে রাখা হয় কপিল মুনির আশ্রমের কাছেই একটি জায়গায়। শুক্রবার সকালে সেই অস্থি কলসের পুজো হয়। তারপর কলস থেকে অস্থি ভাসিয়ে দেওয়া হয় সাগরের জলে।

অস্থি বিসর্জন ঘিরে রাজ্য বিজেপির নেতা কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। দিলীপ ঘোষ, রাহুল সিনহারা যেমন অস্থি বিসর্জন করেন, তেমনই বিসর্জনে অংশ নেন অন্য বিজেপি নেতাকর্মীরাও।

(ছবি – সৌজন্যে – ফেসবুক – বিজেপি ফর বেঙ্গল)

Share
Published by
News Desk