National

হরিদ্বারে গঙ্গায় অটলবিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন দিলেন মেয়ে

Published by
News Desk

গত শুক্রবার দিল্লিতে অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই জানানো হয়েছিল রবিবার হরিদ্বারে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হবে অস্থি। হলও তাই। এদিন সকাল থেকেই হরিদ্বারে গঙ্গার ঘাটে ছিল সাজসাজ রব। অস্থি বিসর্জনের জন্য অস্থায়ী মঞ্চ গড়া হয়েছিল গঙ্গার পাড়ে। সেখানেই ঘড়ায় ভরা অস্থি মহাসমারোহে গঙ্গার জলে ভাসিয়ে দেন অটলবিহারী বাজপেয়ীর পালিত কন্যা নমিতা ভট্টাচার্য। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোকজনও।

এদিনের অনুষ্ঠান ঘিরে হরিদ্বারে গঙ্গার পাড়ে বহু মানুষের ভিড় জমে। অস্থি বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

আগামী মঙ্গলবার লখনউয়ের গোমতি নদীতে ফের অটলবিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন হওয়ার কথা। প্রসঙ্গত এই লখনউ থেকেই ভোটে লড়ে সাংসদ ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

Share
Published by
News Desk