National

চারিদিকে শুধু জল আর জল, তবু সামান্য আশার আলো

শুধু জল আর জল। অসমের বন্যা পরিস্থিতি এমনই ভয়ানক চেহারায় রয়েছে। তার মধ্যেই সামান্য আশার আলো দেখা গেছে।

Published by
News Desk

গুয়াহাটি : কিছুটা বৃষ্টি কমেছে। ২ সপ্তাহের টানা নিম্নগামী বন্যা পরিস্থিতিতে তার ফলে সামান্য হলেও উন্নতির আশা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র সহ অসমের নদীগুলি এখনও ফুঁসছে। নদী ও তার আশপাশের এলাকা সব জলে একাকার হয়ে গেছে। ১১ লক্ষ মানুষ বন্যা বিধ্বস্ত। বন্যার জেরে মৃত্যু এখনও বেড়ে চলেছে। মৃত বেড়ে হয়েছে ৩৭ জন। এছাড়াও ২৪ জন গত ২২ জুন পাহাড়ি ধসে চাপা পড়ে মারা গেছেন। প্রচুর গবাদি পশুর ক্ষতি হয়েছে। এখনও অনেক জেলায় যেদিকেই নজর যাচ্ছে শুধু জল আর জল।

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে গত শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বন্যা পরিস্থিতি সম্বন্ধে খুঁটিয়ে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী অসমে বন্যায় মৃতদের সাহায্যার্থে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেন। এদিকে অসমের বন্যা বিধ্বস্ত ২৩টি জেলার মধ্যে লখিমপুর, শিবসাগর, বঙ্গাইগাঁও, হোজাই, উদালগুড়ি, মাজুলী এবং পশ্চিম কার্বি আংলং-এর পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

অসমে বন্যা বিধ্বস্তদের উদ্ধারকাজ থেমে নেই। এখনও পুরোদমে চলছে উদ্ধারকাজ। অনেক প্লাবিত গ্রামে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া তাঁদের কাছে ত্রাণ সামগ্রি পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা চলছে। তবে এখনও অসমের সিংহভাগ জলের তলাতেই রয়েছে। ক্ষয়ক্ষতিও পুরোপুরি পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk