National

কাজিরাঙায় বন্যা, ভেসে যাচ্ছে গণ্ডার সহ বহু প্রাণি, মৃত শতাধিক

অসমের বন্যা পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর নাম নিচ্ছে না। মানুষের মৃত্যুর পাশাপাশি বিশ্বখ্যাত কাজিরাঙা অভয়ারণ্যে জলের তোড়ে ভেসে যাচ্ছে প্রাণিকুল।

Published by
News Desk

গুয়াহাটি : একমাস পার করে গেল অসমের কাজিরাঙা অভয়ারণ্য ভাসছে। ভাসছে গোটা অসম। ৩৩টির মধ্যে ২৭টি জেলা বন্যা কবলিত। ভাল হওয়া দূরের কথা, ক্রমশ আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই বন্যায় ১০০-র দরজায় পৌঁছে গেছে মানুষের মৃত্যু। ৯৭ জন মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। বন্যা কবলিত প্রায় সাড়ে ২৬ লক্ষ মানুষ। ৫টি জেলার পরিস্থিতি ভয়াবহ। ৫টি জেলা হল গোয়ালপাড়া, বরপেটা, মরিগাঁও, ধুবরি ও দক্ষিণ শালমারা। অসমের প্রচুর গ্রাম জলের তলায় হারিয়ে গেছে। হেক্টরের পর হেক্টর জমি এখন দেখে মনে হচ্ছে এক বিশাল সমুদ্র।

মানুষের পাশাপাশি কাজিরাঙা অভয়ারণ্যের প্রাণিদের অবস্থাও ভয়াবহ। ইতিমধ্যেই ১২৭টি প্রাণির মৃত্যু হয়েছে। যারমধ্যে রয়েছে ১৩টি একশৃঙ্গ গণ্ডার, ৯৪টি হগ ডিয়ার, ৮টি বুনো শূকর, ৫টি বুনো মহিষ, ৩টি সজারু এবং ২টি সোয়াম্প ডিয়ার। ১৫৭টি প্রাণি বন্যার জলে ভেসে যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়েছে। অভয়ারণ্যের ৯০ শতাংশ এলাকাই জলের তলায় চলে গেছে। প্রাণিরা উঁচু জায়গার খোঁজে পালাচ্ছে। অনেক গণ্ডার হাইরোডের ওপর আশ্রয় নিয়েছে। কিছু প্রাণি কার্বি আংলং-য়ের জঙ্গলের পাহাড়ি উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।

শুধু কাজিরাঙা বলেই নয়, পবিতোরা ও তিনসুকিয়া অভয়ারণ্যেও একই ছবি। বন্যপ্রাণিরা তাদের নিশ্চিন্ত আশ্রয়েই এখন বিপদে। পালাচ্ছে তারা একটু আশ্রয়ের খোঁজে। আবহাওয়া দফর জানিয়েছে অসম এখনও ১৭ শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে। যার জেরেই এই জলস্ফীতি। ব্রহ্মপুত্র সহ অসমের সব নদী ফুঁসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk