Categories: National

স্বাধীনতা দিবসে বিস্ফোরণের শিকার অসম

Published by
News Desk

স্বাধীনতা দিবসের সকালে ফের জঙ্গিহানার শিকার হল অসম। অসমের তিনসুকিয়া জেলায় এদিন ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শুধু তিনসুকিয়া নয়, শিবসাগরেও সোমবার সকালে বিস্ফোরণ হয়। তবে এখানেও বিস্ফোরণের তীব্রতা তেমন ছিলনা। ফলে কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। কয়েকদিন আগে এই শিবসাগর থেকেই একটি আইইডি উদ্ধার করে সেনা। কড়া সুরক্ষা বলয় থাকা সত্ত্বেও কিভাবে স্বাধীনতা দিবসের সকালে ৫টি বিস্ফোরণ ঘটানো সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে সুরক্ষা বন্দোবস্ত নিয়েও।

Share
Published by
News Desk