Categories: National

কোকরাঝাড়ে মুখ্যমন্ত্রী, তদন্তে এনআইএ

Published by
News Desk

অসমের কোকরাঝাড়ে জঙ্গিহানার পর কেটে গেছে একদিন। কিন্তু এখনও থমথম করছে এলাকা। স্থানীয়দের চোখেমুখে আতঙ্কের রেশ স্পষ্ট ফুটে উঠছে। এদিন ওই এলাকা ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। এদিকে যে জঙ্গি সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মারা যায় তার পরিচয় এদিন জানতে পেরেছে পুলিশ। মৃত জঙ্গির নাম মোদান ইসলামি। সে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড বা এনডিএফবি-র এরিয়া কমান্ডার ছিল।

শুক্রবার ১৪ জনের মৃত্যুর পর শনিবার হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে জঙ্গিহানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এখনও হাসপাতালে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে শনিবার সেখানে যাচ্ছে এনআইএ-র একটি দল।

Share
Published by
News Desk