Entertainment

মা হলেন আসিন

Published by
News Desk

এ যেন ঘরে লক্ষ্মী আসা। বলিউড ডিভাদের কোল জুড়ে আসছে একের পর এক কন্যা সন্তান। সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন এষা দেওল। মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আসিন থত্তুমকাল। গতবছর জানুয়ারি মাসেই আসিন গাঁটছড়া বেঁধেছিলেন মাইক্রোম্যাক্সের কর্ণধার রাহুল শর্মার সঙ্গে। বছর ঘুরতেই এমন এক খুশির খবরে আনন্দিত থত্তুমকাল পরিবার।

স্ত্রী সন্তানের জন্ম দেওয়ায় যারপরনাই খুশি ব্যক্ত করেছেন আসিনের স্বামী রাহুল। পরিবারের নতুন অতিথির জন্য তিনি সবার আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থনা করেছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলেও জানান রাহুল। সন্তানের নাম কী রাখা হবে তা নিয়ে আসিন ফ্যানদের মধ্যে চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছে। তবে এ বিষয়ে আসিনের পরিবারের তরফে কোনও তথ্য জানানো হয়নি।

Share
Published by
News Desk