Sports

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিল ভারত

Published by
News Desk

এশিয়া কাপের ফাইনালে আজ দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারত। প্রথমে ব্যাট হাতে নামতে চলেছে বাংলাদেশ। রান তাড়া করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন রোহিত শর্মা। দুবাইতে প্রবল গরম। আবার রাত যত বাড়ছে ততই শিশির পড়ছে। ফলে মাঠ পিচ্ছিল হচ্ছে। বলের গায়ে লাগছে শিশিরকণা। ফলে বলের গা জলজলে হয়ে যাচ্ছে। বোলারদের তাতে সমস্যা হচ্ছে। কারণ বল ধরলেও তা হাত ফসকে বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে।

মরুপ্রদেশে এই সমস্যা নতুন নয়। শারজাতেও এক সময়ে এই সমস্যা হত। এই অবস্থায় পরে ব্যাট করে বাংলাদেশকে এই শিশির যন্ত্রণা ভোগ করার রাস্তা করে দিলেন রোহিত। টস জিতে হয়তো এটাই ভারতের গেম প্ল্যান।

Share
Published by
News Desk

Recent Posts