Sports

ধারে ভারে এগিয়ে ভারত, জিততে মরণ কামড় দেবে বাংলাদেশও

Published by
News Desk

এশিয়া কাপে শুক্রবার মুখোমুখি ভারত-বাংলাদেশ। সুপার ফোরের লড়াইয়ে এদিন ধারে ভারে মনোবলে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার ভারত। হংকং ও পাকিস্তানকে হারিয়ে এখন ভারতীয় দলের মনোবল তুঙ্গে। অন্যদিকে আফগানিস্তানের কাছে হেরে অনেকটাই চাপে বাংলাদেশ। তারওপর একদিনও মাঝে বিশ্রাম না পেয়েই বাংলাদেশকে নামতে হচ্ছে শক্তিশালী ভারতের বিরুদ্ধে।

সুপার ফোরের এই ম্যাচ জিতে রোহিত শর্মা চাইছেন শুরুতেই অনেকটা এগিয়ে থাকতে। কারণ এর পরের ২টি ম্যাচ আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে। সেই ২টি ম্যাচের ২টো জেতাই লক্ষ্য হলেও একটা হারলেও সেক্ষেত্রে ফাইনালের টিকিট পাকা। সব দল খেলবে সব দলের সঙ্গে। সেখানে প্রথম ম্যাচ জিতে থাকলে পরের ২টো ম্যাচে মনোবলটা তুঙ্গে থাকে। অন্যদিকে ভারতের মত দলকে হারাতে পারলে বাংলাদেশও মনোবলের দিক থেকে এগিয়ে থাকবে। তাই তারাও তাদের সম্পূর্ণটা উজাড় করে চাইবে জিততে।

শুক্রবার ভারতীয় সময় বিকেল ৫টা থেকে শুরু খেলা। আপাতত দুবাইতে ভারত-বাংলাদেশের এই লড়াই দেখতে মুখিয়ে ২ প্রতিবেশি দেশের আমজনতা।

Share
Published by
News Desk

Recent Posts