Sports

টস জিতে ব্যাটিং নিল পাকিস্তান

Published by
News Desk

দুবাইতে ভারত-পাক মহারণ শুরু হতে আর কয়েক মুহুর্তের অপেক্ষা। টস ইতিমধ্যেই হয়ে গিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুবাইতে প্রবল গরম এখন। ফলে রোদে ব্যাট করাটাই শ্রেয়। ফিল্ডিং হলে রোদের ক্লান্তিটা পেয়ে বসবে। হয়তো সেকথা মাথায় রেখেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

প্রবল গরম হলেও দুবাইতে ভারত-পাক মহারণ ঘিরে উন্মাদনা কিন্তু তুঙ্গে। ইতিমধ্যেই মাঠে মানুষের মাথা আর মাথা। গরমকে উপেক্ষা করেই হাজির হয়েছেন সকলে। অখন অপেক্ষা সেই লড়াইয়ের। ১৫ মাস পর যে লড়াই ফের ২ দেশের মানুষকে এদিন টিভির সামনে বসিয়ে রাখবে।

Share
Published by
News Desk

Recent Posts