Categories: Kolkata

অশোক ঘোষের শেষযাত্রা

Published by
News Desk

শেষকৃত্যের জন্য প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষের মরদেহ নিয়ে পুরুলিয়া পাড়ি দিলেন দলের শীর্ষ নেতৃত্ব। তার আগে শনিবার সকালে পিস হাভেন থেকে তাঁর দেহ নিয়ে আসা হয় ফরওয়ার্ড ব্লকের সদর দফতরে।সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, সিপিআই নেতা মঞ্জুকুমার মজুমদার সহ আরও অনেকে।

বেলা ১১টা নাগাদ তাঁর দেহ নিয়ে শোকমিছিল বার হয়। মিছিল চিত্তরঞ্জন এভিনিউ হয়ে ভূপেন বোস এভিনিউ ধরে বেলা ১টা নাগাদ পৌঁছয় শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। সেখানে নেতাজি মূর্তির সামনে কিছুক্ষণ দেহটি রাখা থাকে। মাল্যদান করা হয় নেতাজি মূর্তিতে। এরপর দেহ নিয়ে বিটি রোড হয়ে গাড়ি এগোয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বাঁকুড়া হয়ে দেহ পৌঁছবে পুরুলিয়ায়। রবিবার পুরুলিয়ার সুভাষ আশ্রমে তাঁকে সমাধিস্থ করা হবে।

Share
Published by
News Desk
Tags: Ashoke Ghosh

Recent Posts