তাঁর ৯০ বছরের জন্মদিনে আশা ভোঁসলে কি করতে চলেছেন তা প্রকাশ হয়ে গেল
৯০ বছর বয়স হতে চলেছে আশা ভোঁসলের। গায়িকা হিসাবে তিনি কিংবদন্তি। কীভাবে নিজের জন্মদিন তিনি পালন করতে চলেছেন তা প্রকাশ হয়ে গেল।
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে। যাঁর গান প্রতিটি প্রজন্মকে মুগ্ধ করেছে। সেই আশা এবার পা দিতে চলেছেন ৯০ বছর বয়সে। ভারতের যতজন গায়ক, গায়িকা চিরদিনের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তাঁদের কেউই তাঁদের ৯০ বছর বয়সে গান ধরে উঠতে পারেননি। কিন্তু আশা ভোঁসলে পারেন।
আশা ভোঁসলে ৯০ বছরেও অবলীলায় গেয়ে দেন অনেক জনপ্রিয় গান। আশা ভোঁসলের জীবনটাই গানের জন্য উৎসর্গ করা। তাই সেই গান দিয়েই নিজের ৯০ তম জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে চলেছেন তিনি। এজন্য তিনি পাড়ি দিচ্ছেন দুবাই।
দুবাইতে আশা ভোঁসলে তাঁর জন্মদিন পালন করবেন একটি কনসার্টের মধ্যে দিয়ে। কনসার্টের নামই আশা অ্যাট ৯০ লাইভ। দুবাইয়ের কোকা-কোলা এরিনায় এই গানের অনুষ্ঠান হবে।
এই বয়সেও যে স্টেজে ওঠা যায় তা আশা ভোঁসলে ফের দেখিয়ে দিতে চলেছেন আগামী ৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে। প্রসঙ্গত সারাজীবনে এখনও বিভিন্ন ভাষা মিলিয়ে ১২ হাজারের ওপর গান গেয়েছেন আশা ভোঁসলে।
জীবনে ওপি নায়ারের সুরেও যেমন গান গেয়েছেন, তেমনই আবার এ আর রহমানের সুরেও মাতিয়ে দিয়েছেন সুরের জগত। ১৯৮০ সালে রাহুল দেব বর্মণকে বিয়েও করেন আশা।
আশা ভোঁসলের ঝুলিতে পুরস্কারের শেষ নেই। ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













