Entertainment

পেঁয়াজ আর ভাতের সেই দিনগুলোর স্মৃতিতে ডুবলেন বলিউড তারকা অরুণা ইরানি

টিভিতে চলা একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের সুপরিচিত অভিনেত্রী অরুণা ইরানি। সেখানেই এক প্রতিযোগীকে সামনে রেখে তাঁর জীবনের অজানা কথা বললেন অরুণা।

Published by
News Desk

তখন তাঁর বয়স ৯ বছর। বাড়িতে তখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আর্থিক দুরবস্থা চরমে। তার মধ্যেই ৮ ভাইবোন আর বাবা মা। পরিবারের রোজগার তেমন নেই।

এমন অবস্থা যে বাড়ি ভাড়া সময়ে দিতে না পারার জন্য প্রায়ই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি শুনতে হত পরিবারকে। অথচ যাওয়ার জন্য অন্য কোনও জায়গা নেই।

আর্থিক দুরবস্থার কারণে প্রায়ই তাঁদের ভাত আর পেঁয়াজ খেতে দিতেন তাঁদের মা। সেটাই ছিল খাবার। পেঁয়াজ দিয়ে ভাত খেয়েই কাটাতে হত। সেই দিনও গেছে। পরিবারের অবস্থার কথা বুঝতে পেরে ৯ বছর বয়সেই কাজ শুরু করেন অরুণা ইরানি। তাঁকে কেউ পড়া ছেড়ে কাজ করতে বলেননি।

অরুণা জানান, তিনি ওই ছোট বয়সেই বুঝতে পেরেছিলেন তাঁকে কাজ করতে হবে। পরিবারের পাশে আর্থিক ভাবে দাঁড়াতে হবে। অত কম বয়সে অনেকেই তার দায়িত্ব সম্বন্ধে অবগত হয়না। কিন্তু অরুণা হয়েছিলেন।

অরুণা নিজেই পড়া ছেড়ে কাজে যোগ দেন। তারপর সময়ের হাত ধরে একসময় সেই অরুণা ইরানি বলিউডের অন্যতম তারকা হয়ে ওঠেন।

অরুণা ইরানি তাঁর সেই কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি এই নৃত্য প্রতিযোগিতার মঞ্চের প্রতিযোগী ১৩ বছরের অঞ্জলির মধ্যে দেখতে পান। অঞ্জলির মধ্যে নিজের শৈশব খুঁজে পাওয়ার কথা বলতে গিয়েই বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি তাঁর নিজের সেই ছোটবেলার কাহিনি সকলের সামনে তুলে ধরেন। যা হয়তো অনেকেই জানতেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk