Categories: Business

কৃষক সেজে কর ফাঁকি, মিলল তাবড় নাম

Published by
News Desk

কৃষি থেকে আয় দেখিয়ে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি নিজেদের কর‌যোগ্য আয় লুকোনোর চেষ্টা করছেন। আয়কর সংক্রান্ত মামলার তদন্তে এমন বেশ কয়েকজনের খোঁজ মিলেছে। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এদিন সংসদে বক্তব্য রাখথএ গিয়ে এমনই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে সেইসঙ্গে কৃষকদের ওপর কর চাপানোর কোনও অভিপ্রায় তাঁদের নেই বলেও স্পষ্ট করে দিন অর্থমন্ত্রী। সম্প্রতি ‌যাঁদের কৃষি থেকে বাৎসরিক আয় ১ কোটি টাকার ওপর তাঁদের সত্যতার ওপর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস নজরদারি শুরু করেছে বলে একটি রিপোর্ট সাংসদদের নজরে আসে। সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হলে জবাবে এগুলি জানান অর্থমন্ত্রী।

Share
Published by
News Desk
Tags: Arun Jaitley

Recent Posts