National

জটিলতা কেটে গেছে, এখন শুধুই ক্রমোন্নতি : জেটলি

Published by
News Desk

অর্থনীতির জটিল পরিস্থিতিটা পেরিয়ে এসেছেন তাঁরা। এবার যত দিন যাবে অবস্থার উন্নতি হতে থাকবে। নোট বাতিলের ৫০ দিন পূর্তির ঠিক আগে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রীর দাবি, রিজার্ভ ব্যাঙ্কের কাছে যথেষ্ট কাগজি নোট রয়েছে। তাই অবস্থা আরও উন্নত হবে। তাছাড়া অধিক পরিমাণে ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার কাজও চলছে। পাশাপাশি তাঁর দাবি, নোট বাতিলের সিদ্ধান্তের ফলে সরকারের লাভ হয়েছে। কর বাবদ আদায়কৃত অর্থের পরিমাণও চোখে পড়ার মত বেড়েছে। নোট বাতিলের সিদ্ধান্তে সরকারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানান অর্থমন্ত্রী। পাশাপাশি ফের একবার প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে জেটলি বলেন, আগামী দিনে দেশে কাগজি নোটের ব্যবহার কমিয়ে বিকল্প বিনিময় পদ্ধতি অর্থাৎ চেক বা অনলাইন লেনদেনে জোর দেওয়ার লক্ষ্যেই এগোতে হবে। সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁদের লক্ষ্য।

 

Share
Published by
News Desk