National

রেলের পরিষেবা ভোগ করতে গেলে তার দাম দিতে হবে : জেটলি

Published by
News Desk

রেলের বাজেট পেশের মাস খানেক আগেই দেশের আমজনতার কপালে ভাঁজ ফেলে দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী দিনে বিনা পয়সায় যাত্রীদের সামান্যতম পরিষেবাও যে দেওয়া হবে না তা এদিন পরিস্কার করে দিয়েছেন তিনি। আগামী পয়লা ফেব্রুয়ারি এই প্রথম রেল ও সাধারণ বাজেট একসঙ্গে সংসদে পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী। তার আগেই এদিন কার্যত বুঝিয়ে দিলেন রেলের ক্ষেত্রে কোনও জনমোহিনী বাজেট তিনি উপহার দিচ্ছেননা। রেলে যে কোনও পরিষেবাই এবার থেকে অর্থের বিনিময়ে পেতে হবে বলে পরিস্কার করে দিয়েছেন তিনি। সেইসঙ্গে রেল পরিষেবার নন-কোর বিষয়গুলি আউটসোর্সিং করে দেওয়ার ইঙ্গিতও এদিন দিয়েছেন জেটলি। যারমধ্যে যাত্রী আপ্যায়নের মত বিষয়গুলি রয়েছে। জেটলির দাবি, যে কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে পরিষেবা পেতে ব্যয় করতেই হয়। রেলের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে সেই ভার সরকার বহন করত। তাতে দিনের পর দিন ভারতীয় রেলের কাঠামো দুর্বল হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। আগামী দিনে যে তা হয়ে যাত্রীদের রেল‌যাত্রার ব্যয়ভার বাড়বে তা এদিন আগাম পরিস্কার করে দিয়েছেন অরুণ জেটলি।

 

Share
Published by
News Desk