National

গান্ধী পরিবার শুধু টাকা বোঝে, তোপ অর্থমন্ত্রীর

Published by
News Desk

রাফাল ইস্যু নিয়ে কংগ্রেসের আক্রমণের পাল্টা আক্রমণের রাস্তা নিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বুধবার সংসদে দাঁড়িয়ে প্রবল হট্টগোলের মধ্যেও খোলাখুলি গান্ধী পরিবারকে নিশানা করেন অর্থমন্ত্রী। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও তাঁদের পরিবার শুধু টাকার গণিত বোঝে, দেশের সুরক্ষা বোঝে না বলেও তোপ দাগেন তিনি। সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে লোকসভায় দাঁড়িয়ে অরুণ জেটলি বলেন, এটা দেশের দুর্ভাগ্য যে ভারতের অতিবৃদ্ধ দলটিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কমব্যাট এয়ারক্রাফট কী তা বোঝেননা। একের পর এক বোফর্স, অগস্তাওয়েস্টল্যান্ড, ন্যাশনাল হেরাল্ডের মত বিতর্কিত বিষয় সামনে এনে কংগ্রেসকে নিশানা করেন জেটলি।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বারবার রাফাল দুর্নীতির কথা বলেছেন। এদিন কিন্তু সব অভিযোগ উড়িয়ে দেন অর্থমন্ত্রী। তাঁর দাবি রাফাল চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk