National

জিএসটি-র মধ্যরাতের অনুষ্ঠান থেকে বিরত থাকবেন না, বিরোধীদের আহ্বান অর্থমন্ত্রীর

Published by
News Desk

তৃণমূলের হাত ধরে শুরু। তারপর একে একে কংগ্রেস, বাম জানিয়ে দিয়েছে তারাও জিএসটির মধ্যরাতের অনুষ্ঠান বয়কটের পথেই হাঁটছে। এই অবস্থায় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন বিরোধীদের কাছে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বার্তা দিলেন। অর্থমন্ত্রীর দাবি, জিএসটি কার্যকরী হচ্ছেই। আর তা কেবল কেন্দ্রের সিদ্ধান্ত এমন নয়। জিএসটি কার্যকরী করা নিয়ে দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বার বার কথা বলা হয়েছে। তাদের সম্মতিও নেওয়া হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে কারও উপস্থিত না থাকার কিছু নেই। যেসব দল ইতিমধ্যেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তাদের বিষয়টি আরও একবার ভেবে দেখার পরামর্শ দিয়েছেন অরুণ জেটলি।

 

Share
Published by
News Desk