National

যুদ্ধের সময়ও এমন বর্বরতার ঘটনা ঘটে না : অরুণ জেটলি

Published by
News Desk

ভারতের ২ সেনা জওয়ানের সঙ্গে পাক সেনা যে বর্বরোচিত আচরণ করেছে তার যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। এদিন কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে একথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। এদিন তিনি সাফ জানিয়েছেন, ভারতীয় সেনাদের হত্যার পর তাঁদের অঙ্গহানির মত যে অমানবিক, বর্বরতা পাক সেনা দেখিয়েছে তা যুদ্ধের সময়ও দেখা যায়না। ভারতীয় সেনা এর উপযুক্ত জবাব দেবে। যদিও পাকিস্তানের তরফে গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। তাদের এমনও দাবি যে পাকিস্তান নাকি যুদ্ধ বিরতিই লঙ্ঘন করেনি। এদিকে ভারতীয় ২ জওয়ানকে হত্যার পর অঙ্গ বিকৃতির ঘটনা নিয়ে কংগ্রেস তাদের অভিমত ব্যক্ত করেছে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এই ঘটনার পর পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তকে কাঠগড়ায় চাপিয়েছেন। তাঁর পরামর্শ, ভারত সরকারের উচিত অবিলম্বে পাকিস্তানের সঙ্গে আলোচনায় যাওয়া।

 

Share
Published by
News Desk