Entertainment

পোষা গাধার সঙ্গে শরীরচর্চা করছেন টার্মিনেটর

বাড়িতে অনেকে কুকুর পোষেন, কেউ বেড়াল, কেউ পাখি, কিন্তু তিনি বাড়িতে গাধা পোষেন। তার সঙ্গে শরীরচর্চাও করেন।

Published by
News Desk

লস অ্যাঞ্জেলস : বাড়িতে অনেকে কুকুর পোষেন, কেউ বেড়াল, কেউ পাখি, তবে বাড়িতে কেউ গাধাও পুষতে পারেন এমন উদাহরণ সচরাচর দেখা যায়না। কিন্তু তিনিও তো সাধারণ মানুষ নন। তিনি টার্মিনেটর খ্যাত হলিউড অ্যাকশন সুপারহিরো আর্নল্ড শোয়ার্জনেগার। এই ৭২ বছর বয়সেও তাঁর সুডোল পেশী অনেক যুবাকে চমকে দিতে পারে। সেই শোয়ার্জনেগার বাড়িতে এখনও নিয়মিত শরীরচর্চা করেন। সঙ্গে নেন তাঁর প্রিয় পোষ্য লুলুকে।

গলায় একটি বকলস পরিয়ে তাঁর পোষ্য গাধা লুলুকে নিয়ে ঘোরেন আর্নল্ড শোয়ার্জনেগার। লুলু যে শরীরচর্চার চেয়ে ঘুমোতে বেশি ভালবাসে তাও জানিয়েছেন হলিউডের এক সময়ের অতিমানব। লুলুকে নিয়ে তাঁর অনেকটা সময় কাটে। লুলুও মনিবের সঙ্গে লেপ্টে থাকতে পছন্দ করে। তবে বাড়ির এঘর ওঘর জুড়ে গাধার বিচরণ দেখে অনেকে কিছুটা অবাকও হন।

শোয়ার্জনেগার জানিয়েছেন, তাঁর মেয়ে ক্যাথরিন এখন সন্তানসম্ভবা। ঠিক কবে সন্তান হবে তা জানা নেই। তবে এই গ্রীষ্মেই আর্নল্ড দাদু হতে পারেন। সেই আনন্দেও রয়েছেন তিনি। জানিয়েছে, ছেলে হোক বা মেয়ে, তার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সব মিলিয়ে এখন বেশ মেজাজেই দিন কাটছে পর্দার টার্মিনেটরের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk