World

জন্মদিন পালন করতে গিয়ে বিরল প্রাপ্তি, মাটির তলায় মিলল খয়েরি হিরে

ভাইপোর জন্মদিন পালন করতে গিয়ে বিরল প্রাপ্তি। মাঠে মাটির তলা থেকে পিসি পেলেন একটি খয়েরি হিরে। যা তাক লাগিয়ে দেওয়ার মত বড়।

জন্মদিনের পার্টি। সেখানে পরিবারের লোকজন আমন্ত্রিত। আমন্ত্রিত যার জন্মদিন তার পিসি এবং তাঁর পরিবারও। যেখানে জন্মদিন পালন করা হচ্ছিল সেটি একটি মাঠ। সেখানেই একটি বিশাল গর্তের মত রয়েছে। যা বালি ও মাটিতে ভরা।

জন্মদিনের পার্টিতে পৌঁছে সেখানেই কিছুটা সময় কাটাচ্ছিলেন বার্থ ডে বয়ের পিসি। সঙ্গে ছিল তাঁর পরিবার। তাঁরা সেখানে মাটি ও বালি কিছুটা খুঁড়ে দেখছিলেন।

শোনা যায় ওই প্রান্তরে মাঝে মাঝে মাটির তলায় হিরের খোঁজ পাওয়া যায়। তাঁদের ভাগ্যেও কি কোনও হীরকখণ্ড শিকেয় ছিঁড়বে! সেটাই দেখার চেষ্টা করছিলেন সকলে।

বেশকিছুটা বালি ও মাটি তুলে ফেলার পর বেশকিছুটা মাটির নিচে একটি খয়েরি রংয়ের বস্তু তাঁদের নজর কাড়ে। কিন্তু সেটা এতটাই বড় এবং একেবারেই হিরের মত দেখতে না হওয়ায়, তাঁরা বুঝতে পারছিলেননা ওটা কি!

ফলে সেটি নিয়ে তাঁরা ওই পার্কের হিরে যাচাই কেন্দ্রে উপস্থিত হন। সেখানে বিশেষজ্ঞেরা সেটি পরীক্ষার পর জানান সেটি হিরেই। খয়েরি হিরে। ২.৭৯ ক্যারেটের ওই হিরেটি বিরলও।

সেই সঙ্গে তাঁরা জানিয়ে দেন আরকানসাসের ওই ডায়মন্ডস স্টেট পার্ক-এ এবছর যে কটি হিরের সন্ধান মিলেছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম হিরে এটি। যা ওকলাহোমার বাসিন্দা ওই পরিবার পেয়েছে‌।

ভাইপোর জন্মদিন পালন করতে এসেই এই হিরে প্রাপ্তিতে আপ্লুত পিসি তাই হিরেটির নাম রেখেছেন তাঁর ভাইপোর নামে। হিরেটির নাম দিয়েছেন উইলিয়াম ডায়মন্ড।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *