Entertainment

২০ বছরের সংসারে ভাঙন, বিবাহ বিচ্ছেদের পথে অর্জুন রামপাল

Published by
News Desk

তাসের ঘরের মত ভেঙে পড়ল সম্পর্কের বন্ধন। আরও অনেকটা পথ হাঁটার কথা ছিল। সেই পথ গেল আলাদা হয়ে। ২০ বছরের সম্পর্কে ইতি টানলেন অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহের জেসিয়া৷ ১৯৯৮ সালে মডেল মেহরকে বিয়ে করেন বলিউড অভিনেতা অর্জুন। অনেকদিন যাবত জল্পনা চলছিল অভিনেতার সংসার ভাঙার বিষয়ে। মাঝখানে খবর রটে, হৃতিক রোশনের পত্নী সুজানের সঙ্গে অর্জুন প্রেম করছেন গোপনে। সুজান-হৃতিকের বিবাহ বিচ্ছেদ সেই চর্চা আরও উস্কে দেয়৷ তবে সেই সময় নিজের স্বামীর পক্ষেই বারবার সওয়াল করেন মেহর৷ সুজানের সঙ্গে স্বামীর নাম জড়ানোর দাবিকে ‘ভিত্তিহীন’ গুজব বলে উড়িয়ে দেন অর্জুন পত্নী৷ হৃতিক-সুজানের বিবাহ বিচ্ছেদের পরেও দিব্যি নিজেদের সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন মেহের -অর্জুন। সম্পর্ক ভালো রাখতে ২ মেয়ে মাহিকা ও মাইরাকে নিয়ে এদিক ওদিক ঘুরতেও দেখা গিয়েছিল দম্পতিকে। সেই মধুর সম্পর্ক খুব বেশিদিন অবশ্য টেকসই হল না। শেষ পর্যন্ত দেশের সংবাদমাধ্যমের কাছে সম্ভাব্য বিবাহবিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে দিলেন অর্জুন ও মেহর৷ আপাতত তাঁরা আলাদাই থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন৷ ঠিক কবে আইনত তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটবে, সেটা যদিও স্পষ্ট নয় কারোর কাছে৷

তিক্ততা যাই থাক, দূরত্ব যতই বাড়ুক। অভিভাবক হিসেবে ২ মেয়ের প্রতি তাঁরা কর্তব্য করে যাবেন বলে জানিয়েছেন ‘ওম শান্তি ওম’, ‘রক অন’, ‘হাউসফুল’, ‘রাজনীতি’, ‘রা ওয়ান’ খ্যাত অভিনেতা। একই কথা শোনা গিয়েছে মেহরের মুখেও। ২০ বছরের সম্পর্কে বহু সুন্দর ও আনন্দময় মুহুর্ত রয়েছে তাঁদের জীবনে। সেগুলোই তাঁরা বিচ্ছেদের পর স্মৃতি হিসেবে রেখে দেবেন। চলার পথ আলাদা হলেও আগের মতই ভাল বন্ধু হয়ে থাকবেন। বিপদে একে অপরের পাশে এসে দাঁড়াবেন। দাম্পত্য প্রেমের নিভন্ত আলোয় একে অপরকে এইটুকুই প্রতিশ্রুতি দিতে পেরেছেন অর্জুন ও মেহর।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Arjun Rampal

Recent Posts