Entertainment

সন্তানের জন্ম দিলেন প্রেমিকা, বাবা হলেন অর্জুন রামপাল

Published by
News Desk

সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদস। দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের প্রেমপর্বের কথা নতুন নয়। এখন সারা দেশের মানুষই জানেন অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের কথা। গত এপ্রিলে অর্জুন জানিয়েও দেন তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা মা হতে চলেছেন। তাঁদের জীবনে আসতে চলেছে এক নতুন অতিথি। অবশেষে সেই খুশির সময় হাজির। বাবা হলেন অর্জুন।

বিয়ে তাঁদের হয়নি। তারজন্য অবশ্য সন্তানের জন্মগ্রহণ থমকে যায়নি। অর্জুন-গ্যাব্রিয়েলা তাঁদের নতুন সঙ্গীকে পেয়ে বেজায় খুশি। গ্যাব্রিয়েলা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মডেল হলেও তিনি বহুদিন ভারতে। ‘সোনালি কেবল’ নামে একটি সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তাঁদের সন্তানের খবর প্রথম দেন পরিচালক জেপি দত্ত-র মেয়ে নিধি। তিনি সোশ্যাল মিডিয়ায় অর্জুন রামপালকে বাবা হওয়ার জন্য অভিনন্দনও জানান।

অর্জুনের বিয়ে হয়েছিল প্রাক্তন মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। তাঁদের ২০ বছরের দাম্পত্য জীবন থামে গত বছর। দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ২টি সন্তান রয়েছে। ২ মেয়ে মাহিকা আর মীরা। এবার অর্জুন বাবা হলেন এক পুত্রেরও। তবে স্ত্রীর নয়, প্রেমিকার গর্ভেই জন্ম নিল তাঁর পুত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Arjun Rampal

Recent Posts