Entertainment

মালাইকাকে বিয়ে নিয়ে করণ জোহরের সামনে অকপট অর্জুন

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমকথা এখন গোটা দেশ জানে। সকলের এখন একটাই প্রশ্ন বিয়েটা কবে করছেন তাঁরা। যে প্রশ্নের মুখে পড়তে হল অর্জুনকে।

Published by
News Desk

করণ জোহর তাঁর শো কফি উইথ করণ-এ আসা সেলেব্রিটিদের অনেক সময় হাঁড়ির কথাও জিজ্ঞেস করেন। তাঁদের নানা অজানা কথা ফাঁসও করে দেন। এবার পরিচালক প্রযোজক করণের সামনে পড়লেন অর্জুন কাপুর। টু স্টেটস খ্যাত বলিউড তারকা অর্জুন আর অভিনেত্রী মালাইকা অরোরার প্রেম কাহিনি জানতে আর কারও বাকি নেই।

এ নিয়ে অর্জুন বা মালাইকাও কোনও রাখঢাক কোনও দিন করেননি। ৫ বছর ধরে চলছে তাঁদের এই প্রেমপর্ব। মাঝে একবার ২ জনের মধ্যে ছাড়াছাড়ি হতে পারে বলে খবর রটার পর সব জল্পনায় জল ঢেলে অর্জুন মালাইকার জন্মদিনে তাঁদের একটি অন্তরঙ্গ ফটো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই অর্জুনকে সরাসরি তাঁদের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল।

করণ অর্জুনকে প্রশ্ন করেন, তাঁরা তাঁদের প্রেমপর্বকে আরও একটি স্তরে তুলে নিয়ে যাওয়া নিয়ে কি ভাবছেন। অর্থাৎ সহজ কথায় বিয়ে নিয়ে কি ভাবছেন।

উত্তরে অর্জুন জানান, এই সম্পর্ক তাঁর জীবনের অঙ্গ হয়ে গেছে। যেভাবে যেভাবে সম্পর্ক এগোচ্ছে সেভাবেই তিনি এগিয়ে যেতে দিচ্ছেন। তবে বিয়ে নিয়ে কোনও মন্তব্য করাটা অন্যায় হবে।

অর্জুনের যুক্তি এখানে তিনি একা রয়েছেন। বিয়ে নিয়ে কথা বলার হলে তাঁর সঙ্গে মালাইকাকেও উপস্থিত থাকতে হবে। এটা তাঁদের ২ জনের সিদ্ধান্ত।

তাই ২ জনে এর উত্তর দেবেন। অর্জুন এটাও বলেন, এমন কিছু স্থির করলে তাঁরা ২ জন একসঙ্গে এসে এ প্রসঙ্গে সকলকে জানিয়ে যাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk