World

ভোররাতে চুরি করতে রেস্তোরাঁয় ঢুকে মিলনে মেতে উঠল তরুণ তরুণী

তখন ভোররাত। চারিদিক নিঝুম। সেই সময় একটি জনপ্রিয় রেস্তোরাঁয় চুরির উদ্দেশ্যে প্রবেশ করল এক তরুণ তরুণী। কিন্তু চুরি ভুলে তারা অন্য আনন্দে মেতে উঠল।

রেস্তোরাঁটি ছবির মত সুন্দর। পুরোটাই গোলাপে সাজানো। গোলাপ এ রেস্তোরাঁর একটা বৈশিষ্ট্য। রাতে তখন বন্ধ ছিল রেস্তোরাঁ। চারিদিকে কেউ কোথাও নেই। নিঝুম ভোররাত। স্থানীয় সময় রাত ৩টে ৫০ মিনিট।

সেই সময় রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক তরুণ ও এক তরুণী মুখ মাস্কে ঢেকে ওই রেস্তোরাঁয় প্রবেশ করে। রাতের অন্ধকারে রেস্তোরাঁর দরজা ভেঙে লুকিয়ে এভাবে যে চুরির উদ্দেশ্যেই প্রবেশ তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

এসব ক্ষেত্রে দ্রুত চুরি করে পালানোই থাকে চোরদের লক্ষ্য। কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকমই ঘটে। সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়ে যে ওই ২ জন রেস্তোরাঁয় প্রবেশ করে মুখের মাস্ক খুলে ফেলে।

তারপর গোলাপে মোড়া একটা অংশে নিজেদের মধ্যে দৈহিক মিলনে লিপ্ত হয়। দৈহিক মিলন সমাপ্ত করে তারা আবার কাজে লেগে পড়ে। রেস্তোরাঁয় থাকা একটি আইফোন, একটি মদের বোতল এবং নগদ ৪৫০ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা, নিয়ে চম্পট দেয়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যারিজোনার স্কটসডেল নামে পুরনো একটি শহরের মন চেরি নামে রেস্তোরাঁয়। নিউ ইয়র্ক পোস্ট এই খবরটি সামনে আনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। ওই ২ তরুণ তরুণী মাস্ক খুলে তদন্তকারীদের তাদের মুখ স্পষ্ট করে দিয়েছে। ফলে তাদের সহজেই ধরা যাবে বলে আশাবাদী পুলিশ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *