রাতের আকাশে রহস্যময় আলোর স্তম্ভ, কি ওটা বুঝে উঠতে পারলেননা শহরবাসী
রাতের আকাশে হঠাৎ একটা আলোর ছটা। একটা লম্বা স্তম্ভ ঝলমল করছে। কি ওটা বুঝে উঠতে পারলেননা কেউ। হতবাক মানুষজন।

রাতের চেনা আকাশে আচমকাই এক অচেনা আলোর ঝলকানি। যা নজর এড়াল না অনেকেরই। একটা লম্বা আলোর স্তম্ভ। যা নিচ থেকে উপর পর্যন্ত উঠে গেছে। কি এই রহস্যময় আলো? এমন এক উজ্জ্বল আলো এল কোথা থেকে? কেউ কিছু বুঝে উঠতেই পারলেননা।
আর বুঝতে না পারা একাধারে যেমন রহস্য ঘনীভূত করল, তেমনই নানা তত্ত্ব উঠে এল। রাতের আকাশে এমন আলো দেখে অনেকেই মনে করেন এটা বোধহয় কোনও ভিনগ্রহীদের আগমনের চিহ্ন।
অনেকে আবার মনে করলেন এটা কোনও এনার্জাইজড কণা। যা মহাকাশের আবহাওয়ার অংশ। কারও আবার মনে হয়েছে এটা নিশ্চয় কোনও গ্রহাণুর আলো।
এমনও অনেকের মনে হয় যে এটা আদপে মেরুপ্রভা। মানে অরোরা। কিন্তু এসবই ছিল জল্পনা। বুঝতে না পারার ফলে নানা তত্ত্ব হাতড়ে বেড়ানো।
আমেরিকার অ্যারিজোনার আকাশে এই আলো যে ঠিক কি কারণে তা নিয়ে ধোঁয়াশা থেকে গেছে। তবে বিশেষজ্ঞদের ধারনা এটা আদপে রকেটের আলো। চিনা একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এই আলো দেখা যাওয়ার কিছুক্ষণ আগেই। তার থেকেই রাতের আকাশে এই আলোর স্তম্ভ তৈরি হয়।
যা একটা সময় পর্যন্ত স্থায়ী হয়। বিশেষজ্ঞেরা কিন্তু অন্য কোনও তত্ত্বকেই বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁরা অনেকটাই নিশ্চিত যে এটি চিনা রকেটের কারণেই তৈরি হয়েছিল। তবে এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে।