World

গোলপোস্টের জালই বড় সমস্যার কারণ, চোখ খুলে দিল বিরলতম নিশাচর

একটি গোলপোস্টে জালে জড়িয়ে যায় বল। গোল হয়। কিন্তু সেই গোলপোস্টের জালই এবার খেলার সময় ছাড়া গুটিয়ে রাখার অনুরোধ এল নানা মহল থেকে।

Published by
News Desk

ফুটবল খেলায় গোলপোস্টই সব। সেই ৩ কাঠির মধ্যে লাগানো জালে বল জড়ানোই সকলের লক্ষ্য। তার জন্যই মাঠ জুড়ে বল দখলের লড়াই চলে। খেলার সময় তো গোলপোস্টে জাল লাগানো থাকে। তবে খেলা শেষ হয়ে গেলেও অনেকে তা না খুলে রেখে দেন।

এখানেই এবার আপত্তি তুলেছেন অনেকে। ফুটবল খেলা হয়ে গেলে গোলপোস্টে লাগানো জাল খুলে ফেলার বা গুটিয়ে ফেলার অনুরোধ করেছেন তাঁরা। কেন করেছেন এই অনুরোধ? কারণ একটি অতিবিরল প্রাণির তালিকায় থাকা প্রাণি। যাকে সকলে চেনেন ব্যাজার নামে।

প্রধানত নিশাচর এই প্রাণিটি পৃথিবীতে খুঁজে পাওয়া ভার হয়ে উঠেছে। ছোট চেহারার নেউলের চেয়ে একটু বড়সড় চেহারার এই প্রাণিই জড়িয়ে ছিল একটি ফুটবল মাঠের গোলপোস্টের জালে।

জাল ছাড়িয়ে বার তো হতে পারেইনি, বরং জাল ছাড়াতে গিয়ে কিছুটা আঘাতও পায়। শরীরের একটা জায়গা কেটে যায়। পায়ের কাছে একাধিক জায়গা ফুলে যায়।

পরে অবশ্য তাকে সেই জাল থেকে উদ্ধার করে টাকসন ওয়াইল্ড লাইফ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক শুশ্রূষা হয়। পরে তাকে সুস্থ করে ফের অরণ্যের মাঝেই ছেড়ে দেওয়া হয়।

যাতে সে তার মত করেই থাকতে পারে। আপাতত ব্যাজারদের রক্ষা করা এবং তাদের বংশবৃদ্ধিই লক্ষ্য বিশেষজ্ঞদের। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়।

Share
Published by
News Desk