World

এত ছোট হতে পারে নাকি, এক প্রাণিকে দেখে বিশ্বাস হল না বিশেষজ্ঞদেরও

এ প্রাণি বেশ বড়সড় চেহারার হয়। প্রতিটি প্রাণিরই একটি স্বাভাবিক চেহারা হয়। কিন্তু এ প্রাণিকে এমন ছোট চেহারায় এর আগে কখনও দেখা যায়নি।

Published by
News Desk

এত ছোট আবার হতে পারে নাকি। তাও আবার তার ১ বছর বয়স হল। যা ওজন স্বাভাবিক তার চেয়ে তার ওজন প্রায় ৫ গুণ কম। এমন চেহারায় এ প্রাণিকে এর আগে দেখা যায়নি। তাই বিস্ময়ও কাটছে না। সাধারণ মানুষ তো বটেই, এমনকি বন বিভাগের বিশেষজ্ঞরাও তার চেহারা দেখার পর প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারছিলেননা যে সেটি একটি ভাল্লুকই।

অন্য কোনও প্রাণি নয়, কিন্তু ভাল্লুক তো এমন চেহারার হয়ই না। তাও আবার দেখা যাচ্ছে এ ভাল্লুকটি একটি পাহাড় থেকে নেমে এসেছে। নেমে এসেছে জনবসতির মধ্যে।

তার মানে সে সুস্থ ও সবলই রয়েছে। কিন্তু ১ বছর বয়সী এই ভাল্লুকের স্বাভাবিক ওজন হয় ৭০ পাউন্ড বা তার কিছু বেশি। এর ওজন সেখানে মাত্র ১৫ পাউন্ড।

আকারে অবিশ্বাস্য রকম ছোট হলেও সে খর্বাকার নয়। রোগা নয়। তাহলে এমন চেহারা হল কীভাবে? তারই উত্তর খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞেরাও।

আমেরিকার অ্যারিজোনার বেয়ারিজোনা ওয়াইল্ডলাইফ পার্কে এই ভাল্লুককে দেখা গেছে। আর দেখা মাত্র হইচই পড়ে গেছে। অনেকে এমন আজব চেহারার ভাল্লুক দেখতে ভিড় জমাচ্ছেন।

ভাল্লুকের সঙ্গে মার্কিন মুলুকের অনেক জায়গার মানুষ একরকম ঘর করেন। ফলে তাঁরা ভাল্লুকের চেহারার সঙ্গে পরিচিত। তাই বিস্ময়টাও বেশিই জাগছে। কেন এই ভাল্লুকটি এত ছোট হল তা খতিয়ে দেখা শুরু করেছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk

Recent Posts