World

পাহাড়ের গায়ে ওটা কোন প্রাণি, চিনতে পারল না বন দফতরও

বন দফতরের তাবড় প্রাণি বিশারদও হিমসিম খাচ্ছেন। কিছুতেই বুঝে উঠতে পারছেন না ওটা কোন প্রাণি। এমনই এক চতুষ্পদ এখন তাই বিস্ময়ের কেন্দ্রে।

Published by
News Desk

পাহাড়ি এলাকা। পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘর। রুক্ষ চারধার। পাহাড়ের লালচে ভাব স্পষ্ট। গাছপালা যে খুব একটা আছে তেমনও নয়। বরং নেড়া পাহাড় বলতে যা বোঝায় প্রায় তেমনই পাহাড় ঘেরা অঞ্চল। সেখানেই ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছবি তুলছিলেন এক ব্যক্তি।

তাঁরই চোখে পড়ে পাহাড়ের ঢালু গাবেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি প্রাণি। প্রাণি যে দেখা যায়না এমনটা নয়। কিন্তু এ প্রাণিটিকে তো কখনও দেখা যায়নি। ওটা কি! দ্রুত সেই প্রাণির ছবি তুলে ফেলেন তিনি। তারপর সেই ছবি ইউটিউবে প্রকাশ করেন।

প্রাণিটি চতুষ্পদ। রং কালো। বেড়াল না জাগুয়ার বোঝা মুশকিল। প্রাণিটি কি তা জানার জন্য সেই ছবি বন দফতরের কাছেও পৌঁছয়। সকলের ধারনা ছিল বন দফতরের কর্মী আধিকারিকদের অভিজ্ঞ চোখ ঠিকই বলে দেবে ওটি কোন প্রাণি। কিন্তু অদ্ভুতভাবে বন দফতরও চিনে উঠতে পারেনি প্রাণিটিকে।

এমন প্রাণি যে আমেরিকার অ্যারিজোনার ওই রুক্ষ পাহাড়ি এলাকার চৌহদ্দির মধ্যে কোথাও নেই সে বিষয়ে নিশ্চিত বন দফতর। তাহলে ওটা এল কোথা থেকে! কি নাম প্রাণিটির?

অনেকেই সেটিকে বড় বেড়াল বললেও বন দফতর তা মানতে নারাজ। ওটা আর যাই হোক বেড়াল নয়। তাহলে কি! জাগুয়ার নয়, মাউন্টেন লায়ন নয়, ববক্যাট নয় বা এমন কোনও প্রাণিই নয়।

অনেকে মনে করছেন প্রাণিটি অ্যারিজোনার কেন আমেরিকারই নয়। ওটা আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার কোনও প্রাণি। তাহলে তা ওখানে এল কোথা থেকে? তা অবশ্য একেবারেই বুঝতে পারছেন না কেউ।

Share
Published by
News Desk

Recent Posts