World

পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ শহর এটি, এখান থেকে নৌকায় পৌঁছনো যায় অ্যান্টার্কটিকা

পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ শহর বা বসতি এটি। এরপর আরও দক্ষিণে মানুষের স্থায়ী বসতি নেই। এখান থেকেই নৌকায় অনেকে পাড়ি দেন অ্যান্টার্কটিকায়।

Published by
News Desk

বরফের রাজ্য অ্যান্টার্কটিকায় গবেষণার কাজে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা হাজির হন। তাঁরা ছাড়াও অ্যান্টার্কটিকা কিন্তু একটি জনপ্রিয় পর্যটনক্ষেত্র। এখানে মানুষ ঘুরতেও যান। আর তা যেতে গেলে যেখান থেকে সাধারণভাবে মানুষ যাত্রা করে থাকেন সেই শহরই হল পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ জনবসতি।

এখান থেকে নানা প্রকারের জাহাজে মানুষ বেরিয়ে পড়েন অ্যান্টার্কটিকার উদ্দেশে। কিছু জাহাজ অ্যান্টার্কটিকা পৌঁছে দেয় ২ দিনে তো কিছু জাহাজ ৩ দিনে। এই শহরে তাই পর্যটকদের ভিড় লেগেই থাকে।

পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ শহরটি অবশ্য একটি দ্বীপ। তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হল উসুয়াইয়া। এটিই হল পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ শহর যেখানে স্থায়ী জনবসতি রয়েছে।

এটি আর্জেন্টিনার অংশ। এখানে বসবাসকারী মানুষজনের প্রধান জীবিকাই হল ভেড়া চড়ানো, মাছ ধরা, কাঠ কাটা। এছাড়া এখানকার অর্থনীতির অন্যতম ভিত্তি হল পর্যটন।

এখানে নানা প্রান্ত থেকে মানুষ হাজির হন পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ শহরে সময় কাটাতে। এখানকার পাহাড় ঘেরা, বরফাবৃত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

আর কিছু মানুষ হাজির হন এখান থেকে অ্যান্টার্কটিকার পথে ভেসে যেতে। তাই পর্যটকদের আনাগোনা এখানকার মানুষের রোজগারের এক অন্যতম উপায়।

অ্যান্টার্কটিকার কাছে হলেও উসুয়াইয়া-র পারদ কিন্তু খুব নিচে নেমে হাড় কাঁপানো অবস্থায় থাকে এমনটা নয়। এখানে সারাবছর ০ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যেই পারদ প্রধানত ঘোরাফেরা করে।

Share
Published by
News Desk

Recent Posts