Entertainment

মালাইকা অতীত, গোয়ার সমুদ্রতটে বিদেশি সুন্দরীর সঙ্গে আরবাজ

Published by
News Desk

দেখতে দেখতে ১ বছর পার হয়ে গেল বিবাহ বিচ্ছেদের। ২০১৭-তেই ইতি ঘটে যায় মালাইকা অরোরা ও আরবাজ খানের ১৭ বছরের দাম্পত্য জীবনের। গিন্নির স্মৃতি হয়তো পারিপার্শ্বিকতার চাপে এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। তাই কি ফের প্রেমে পড়লেন আরবাজ খান? হালে আরবাজকে এক রহস্যময়ী সুন্দরীর সঙ্গে দেখা যাওয়ায় এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে বলিপাড়ার আনাচে কানাচে।

মুন্নি গার্লের সঙ্গে বিচ্ছেদের আগে আরবাজের নাম জড়িয়েছিল মঙ্গোলিয়ান মডেল আলেকজান্দ্রিয়া ক্যামেলের সঙ্গে। পরে আরও এক মহিলার সঙ্গে আরবাজকে হাতেনাতে ধরে ফেলেন মুম্বইয়ের পাপারাৎজিরা। তবে প্রতিবারই বাদবাকি তারকাদের মতই রহস্যময়ী নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে বস্তাপচা ব্যাখ্যা দেন ‘মার্ডার’, ‘দাবাং’ খ্যাত অভিনেতা। এবারেও তার অন্যথা হল না। সম্প্রতি ইন্সটাগ্রামে কিছু ছবি পোস্ট করেছিলেন আরবাজ। ছবিগুলি গোয়ায় তোলা। প্রতিটি ছবিতে এক বিদেশি সুন্দরীর সঙ্গে খোশমেজাজে দেখা যায় আরবাজকে। যদিও তাঁর সুন্দরী সঙ্গিনীটির পরিচয় এখনও রহস্যেই মোড়া আছে। আর এতেই ‘ডাল মে কুছ কালা হ্যায়’-র গন্ধ পাচ্ছেন অনেকে। তবে কি বন্ধুত্বের বাইরে তলে তলে অন্য কেমিস্ট্রি জমে উঠছে? এই রহস্য উদঘাটন করতে এখন মরিয়া সকলেই। তবে যার সম্পর্কের স্ট্যাটাস জানতে এত উচাটন, তিনি কিন্তু নির্বিকারে রহস্যময়ী নারীকে নিজের ‘বিশেষ বন্ধু’ বলে পরিচয় দিয়েছেন। তবে ভবিষ্যতে সেই বন্ধুত্বের পরিণতি কোনদিকে মোড় নেয়, তা দেখতে তিনিও যে অপেক্ষা করছেন, সে কথা জানাতে ভোলেননি আরবাজ খান।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Arbaaz Khan

Recent Posts