SciTech

চুরি যাওয়া গাড়ি থেকে খাদে পড়ে যাওয়া মহিলা, সবই খুঁজে দিচ্ছে ১টি অ্যাপ

১টি গাড়ি চুরি গিয়েছিল। কিন্তু সেই চুরি যাওয়া গাড়ি চোর সমেত খুঁজে দিল একটি অ্যাপ। পুলিশ দ্রুত গাড়ি উদ্ধার করে।

Published by
News Desk

১টি গাড়ি চুরি গিয়েছিল। গাড়ির মালিক তা বুঝতেও পারেন। তিনি তখন একটি অ্যাপের সাহায্য নেন তাঁর গাড়ি ফিরে পেতে। অ্যাপের হাত ধরে তিনি একটি ট্রাক স্টপে পৌঁছে যান। সেখানে তিনি একটি এসিউভি দেখতে পান। যাতে ৫ জন ছিল।

নিজে কিছু না করে তিনি পুলিশে খবর দেন। এদিকে পুলিশ আসার আগেই বিপদ আন্দাজ করে সেখান থেকে চম্পট দেয় ১ জন। বাকি ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে পৌঁছে যায় সেই চুরি যাওয়া গাড়ির কাছে। এক্ষেত্রে অ্যাপল সংস্থার একটি অ্যাপ কেল্লাফতে করতে সাহায্য করে।

ওই ব্যক্তির এয়ারপডস এক্ষেত্রে অন্যদিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গাড়িতে থাকা এয়ারপডস যা ওই গাড়ি চোরদের হাতে পড়ে সেই এয়ারপডস এবং অ্যাপল সংস্থার ‘ফাইন্ড মাই’ অ্যাপ একযোগে চুরি যাওয়া গাড়ি মালিকের হাতে ফিরিয়ে দেয়। ঘটনাটি ঘটে সান ফ্রানসিসকো-তে।

‘ফাইন্ড মাই’ অ্যাপ কিন্তু কেবল গাড়িই খুঁজে দেয়না। তা যে কোনও হারানো প্রাপ্তির খবর দিতেই ওস্তাদ। গত মাসেই এক মহিলা গাড়ি নিয়ে যাচ্ছিলেন এক জায়গায়। পথে পাহাড়ি রাস্তা পার করতে হয়।

ক্যালিফোর্নিয়ার সেই পাহাড়ি পথে তিনি খাদে পড়ে যান। ২০০ ফুট নিচে খাদে কোথায় যে তিনি হারিয়ে যান তার খোঁজ মিলছিল না। কিন্তু এই ফাইন্ড মাই অ্যাপ তাঁর খোঁজ দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts