Kolkata

সব বন্ধ করুন, আগে এদের টাকা মেটান, আর্জি অপর্ণার

Published by
News Desk

এটা কী হচ্ছেটা কী! ক্লাবে টাকা দেওয়া, অন্য সব উৎসব করা বন্ধ করে আগে এদের টাকা মেটান। প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি-র অনশন মঞ্চে হাজির হয়ে এদিন কার্যত সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। শুক্রবার তিনি বিকাশ ভবনের সামনে উস্তি-র ধর্না মঞ্চে হাজির হন।

অপর্ণা সেন অনশনরত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। কথা বলেন সংগঠনের পুরোধা তথা অনশনরত পৃথা বিশ্বাসের সঙ্গে। পরে অপর্ণা জানান, তাঁর ধিক্কার জানানোর ভাষা নেই। তাঁর বাঙালি হিসাবে লজ্জা করছে। তিনি বলেন, এঁদের শিক্ষাগত যোগ্যতার কথা মাথায় রেখে যেন বিষয়টিকে বিবেচনা করা হয়।

এদিন অবশ্য নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়। সেখানে মাইনে বাড়ানোর কথা জানানো হয়। যে কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এদিন সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর সন্ধেয় অনশন প্রত্যাহার করে নেন শিক্ষক শিক্ষিকারা। টানা ১৪ দিন পর শেষ হল অনশন। এদিকে এঁদের বেশ কয়েকজন অনশনকারীর শারীরিক অবস্থা ভাল নয়। তাঁদের চিকিৎসা চলছে।

Share
Published by
News Desk

Recent Posts