Entertainment

নায়িকার হাত জোর করে কাঁধে রেখে ছবি তুললেন কলেজ ছাত্র

জাতীয় পুরস্কার পাওয়া নায়িকাকে সামনে পেয়ে তাঁর সঙ্গে যে আচরণ এক কলেজ ছাত্র করলেন তা নিয়ে গোটা কলেজ ক্ষমা চাইতে বাধ্য হল।

Published by
News Desk

এক ছাত্রের কাণ্ড পুরো কলেজের মাথা হেঁট করে দিল। এমন কাণ্ড করলেন যে কলেজের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে লিখিতভাবে নায়িকার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। চারিদিকে এই ঘটনা নিয়ে হইচই পড়ে যায়।

কলেজে তাঁর নতুন সিনেমার প্রচারে এসে এক প্রথমসারির নায়িকাকে যে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে তা তিনিও ভাবতে পারেননি। এদিকে যখন কাণ্ডটি ঘটল তখন সকলে সব দেখেও চুপ ছিলেন। ছাত্ররাও কেউ এগিয়ে এসে প্রতিবাদ করেননি। পরে অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ছাত্র ইউনিয়ন।

তাঁর নতুন সিনেমা থিয়েটারে আসতে চলেছে। এজন্য সিনেমার নায়ক, নায়িকা সহ অন্য কয়েকজন এসেছিলেন ছাত্রদের সামনে সিনেমাটির প্রচারে। সেখানে স্টেজে নায়িকা বসেছিলেন চেয়ারে।

এমন সময় এক ছাত্র আচমকাই ফুল হাতে স্টেজে উঠে আসেন। তারপর সোজা নায়িকার কাছে গিয়ে তাঁর হাতে ফুল ধরিয়ে দেন।

এখানেই শেষ নয়, এবার নায়িকার হাত ধরে তা ঝাঁকিয়ে দেন। নায়িকাকে উঠে দাঁড়াতে বাধ্য করেন। তারপর নায়িকার হাত নিজেই নিজের কাঁধে রেখে ছবি তুলতে বলেন।

এভাবে ছবিও তোলেন তিনি। এতে কার্যত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অপর্ণা বালামুরলী হতবাক হয়ে যান। কেরালার এরনাকুলামে সেখানকার একটি আইন কলেজে ঘটনাটি ঘটেছে। যার পর ২৭ বছর বয়সের ওই তরুণী নায়িকা সেখান থেকে চলে যান। কিন্তু ঘটনার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk