National

স্বচ্ছ ভারত অভিযানে মহিলা মুখ অনুষ্কা

Published by
News Desk

অমিতাভ বচ্চনকে স্বচ্ছ ভারত অভিযানে মানুষকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করতে দেখার পর এবার সেই ভূমিকায় দেখা যেতে চলেছে এক তন্বী সুন্দরীকে। নাম অনুষ্কা শর্মা। ২৮ বছরের এই বলিউড তারকা এখন দেশের নতুন প্রজন্মের হার্টথ্রব। বিশেষত মহিলাদের কাছে। তাই সেই পরিচিতি ও গ্রহণযোগ্যতাকে হাতিয়ার করে তাঁকে দিয়ে স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করাতে চাইছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই বিরাট কোহলির এই বিশেষ মহিলা বন্ধুটিকে নিয়োগ করেছে তারা। ফলে আগামী দিনে গ্রামে গ্রামে মহিলাদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে ও সার্বিক পরিবেশের সুরক্ষার স্বার্থে অনুষ্কাকে প্রচার করতে দেখা যাবে। গ্রামে গ্রামে শৌচাগার নির্মাণ করে তা ব্যবহার করতে মহিলা ও পুরুষদের উৎসাহিত করবেন তিনি। বোঝাবেন এর আশু প্রয়োজনীয়তা।

 

Share
Published by
News Desk