Entertainment

বিয়ের পর সেলাই শেখায় মন দিলেন অনুষ্কা

Published by
News Desk

কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার গুছিয়ে তুলতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই শিখতে হয় নববধূকে। সেই একপেশে ধারণা এখন যদিও পাল্টে গেছে। ঘরকন্নার কাজে স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে আসছেন স্বামীরাও। কিন্তু কর্তামশাই মানে বিরাট কোহলি তো এখন রয়েছেন সুদূর দক্ষিণ আফ্রিকায়। মুম্বইয়ের ফ্ল্যাটে এখন একাই সময় কাটছে অনুষ্কা শর্মার। শ্যুটিং, মডেলিং আর বিজ্ঞাপনের প্রচার নিয়ে আর কাঁহাতক সময় কাটে। তাই সূচ-সুতো নিয়ে অনুষ্কা এখন নেমে পড়েছেন সেলাইয়ের ময়দানে। মন দিয়ে সেলাই শিখছেন তিনি। তবে তিনি একাই নন। তাঁর সঙ্গে সেলাই শিখছেন আরেকজনও। তিনি বরুণ ধাওয়ান।

এটুকু পড়ে ভাবতে বসবেন না যেন যে বিয়ের পরেই বিরাটের থেকে মন সরেছে অনুষ্কার! ওদিকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক চুকিয়ে মোটেই বিরাট ঘরণীতে মন মজেনি বরুণের। আসলে বরুণ ও অনুষ্কা তাঁদের আসন্ন ছবি ‘সুই ধাগা’-র জন্য এখন ব্যস্ত সেলাইফোঁড়াই শিখতে।

মুখে নেই নায়িকাসুলভ গ্ল্যামার। পরনে সাধারণ পোশাক। মনোযোগী ছাত্রীর মতই ফ্রেমে টানটান কাপড়ে সেলাই করতে মগ্ন অনুষ্কা। সাদামাটা অনুষ্কার এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই অবাক বনে যান ভক্তেরা। তবে কি বিরাট বিরহে অনুষ্কার এই হাল? গুঞ্জন ওঠে অনুরাগীদের মধ্যে। তবে সত্যিটা সামনে আসতেই বেজায় খুশি তাঁরা। ছবির বিষয়বস্তুর স্বার্থে এমন একনিষ্ঠ ছাত্রী হয়ে ওঠায় অনুষ্কাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তেরা। পাশাপাশি বরুণের সেলাই করা বালিশের ছবিকেও তারিফে ভরিয়ে দিতে ভোলেননি নেটিজেনরা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts