Entertainment

রেগে খাবার টেবিল থেকে উঠে যেতে বলেছিলেন বাবা, কেন খোলসা করলেন অনুষ্কা শর্মা

তাঁর পরিচয় তিনি বলিউড তারকা। তিনি বিরাট কোহলির ঘরণীও। তিনি অনুষ্কা শর্মা। তাঁকেই তাঁর বাবা একদিন রেগে খাবার টেবিল থেকে উঠে যেতে বলেছিলেন।

Published by
News Desk

অনুষ্কা শর্মাকে এখন সকলে বিরাট কোহলির স্ত্রী হিসাবেই বেশি চেনেন। তবে তিনি একসময় বলিউডে একের পর এক হিট সিনেমার নায়িকা। জীবন শুরুই করেছিলেন শাহরুখ খানের নায়িকা হয়ে পর্দায় আত্মপ্রকাশ করে।

তারপর তিনি পিছন ফিরে তাকাননি। অনুষ্কা শর্মা তাঁর জীবনের একটি কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। একটি অনুষ্ঠানে হাজির হয়ে অনুষ্কা জানান, কেন তাঁর বাবা তাঁকে টেবিল ছেড়ে উঠে যেতে বলেছিলেন।

অনুষ্কা শর্মার বাবা ছিলেন সেনাবাহিনীর কর্নেল পদে আসীন এক সেনা আধিকারিক। ফলে অনুষ্কাকে ছোট থেকে বড় হতে হয়েছে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে। অনুষ্কা জানান তাঁর বাবা রেগে গেলেও বকাবকি করতেননা।

যেমন খাবার টেবিলে অনুষ্কা যখন কিছু খাবেন না বলে জেদ ধরতেন তাঁর বাবা তাঁকে খাবার টেবিল ছেড়ে উঠে যেতে বলতেন। এটাও জানাতেন, যখন খিদে পাবে তখন অন্য কিছু নয়, যেটা তিনি খেতে চাইছেন না সেটাই তিনি খাওয়ার জন্য পাবেন।

যতটুকু খাওয়া হয়েছে ততটুকু খেয়েই উঠে যেতে হত। তখন তিনি বুঝতে পারতেন খিদে পেলে কেমন লাগে। এভাবে একটা কঠোর অনুশাসনের মধ্যে তাঁকে বড় হতে হয়েছে। অনুষ্কার মতে, এই অনুশাসনটাই জীবনে দরকার। তিনি সকলকেই জীবনে অনুশাসনের মধ্যে দিয়ে চলার পরামর্শ দেন।

অনুষ্কার পরবর্তী সিনেমা চাকদা এক্সপ্রেস। ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি পেসার বাংলার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে তৈরি সিনেমাটিতে ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk