Entertainment

মিসেস কোহলি ডাক শুনে কানে হাত অনুষ্কার, কেন সহ্য করতে পারলেননা এই ডাক

বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার সংসার কী ভাঙতে চলেছে? মিসেস কোহলি ডাক শুনে কেন কানে হাত দিলেন অনুষ্কা? কেনই বা এই ডাক সহ্য করতে পারলেননা?

Published by
News Desk

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে ৫ বছরের ওপর হয়ে গেছে। তাঁদের এক সন্তানও রয়েছে ভামিকা। ২ জনের সুখের সংসার সর্বজনবিদিত। সেখানে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মিসেস কোহলি ডাক শুনে কেন কানে হাত দিলেন অনুষ্কা শর্মা? কেনই বা চিত্রগ্রাহকদের জানালেন তাঁর কান ঝালাপালা হয়ে যাচ্ছে?

অনুষ্কা একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে লাল কার্পেটের ওপর কালো পোশাকে অনুষ্কার সৌন্দর্য ঝরে পড়ছিল। চিত্রগ্রাহকদের ভিড়ও ছিল নজরকাড়া।

অনুষ্কাকে দেখেই তাঁরা তাঁকে মিসেস কোহলি, মিসেস কোহলি বলে সম্বোধন করে চিৎকার করতে থাকেন। আবদার একটাই। ছবির জন্য যেন ক্যামেরায় পোজ দেন অনুষ্কা।

অনুষ্কার যে আপত্তি ছিল এমনটাও নয়। তিনি ক্যামেরার দিকে চেয়ে দাঁড়িয়েও পড়েন। কিন্তু চিত্রগ্রাহকদের চিৎকার হইচইতে হেসে ফেলেন।

অনুষ্কা তাঁদের শান্ত হতে অনুরোধ করেন। কিন্তু চিৎকার চলতেই থাকে। মিসেস কোহলি বলে ডাকাডাকিও থামার নাম নেয়নি। এরপর কানে একটা হাত দিয়ে অনুষ্কাকে বলতে শোনা যায় তাঁর কান ঝালাপালা হওয়ার জোগাড় হয়েছে।

হিন্দিতেই একথা বলেন অনুষ্কা। তারপরও তাঁর কথায় তেমন কাজ হচ্ছেনা দেখে হেসেও ফেলেন বারবার। এই ভিডিও সামনে আসার পর এটা পরিস্কার যে অনুষ্কা শর্মার চিত্রগ্রাহকদের চিৎকারে কান ঝালাপালা হয়েছে। মিসেস কোহলি শুনে নয়।

চিত্রগ্রাহকদের ঠিকমত পোজ দিতেও পারেননি অনুষ্কা। বরং তাঁদের কাণ্ড দেখে বেশি সময় হেসেই ফেলেন অনুষ্কা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk