Entertainment

কোরিয়ান সিনেমায় অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী

কোরিয়ান একটি সিনেমায় অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী। ছোট বয়সেই অবশ্য তিনি অভিনয় জগতে পা রাখেন। দেশের বাইরে অন্য দেশে অভিনয় এই প্রথম।

Published by
News Desk

বয়স এখন মাত্র ২০ বছর। এর মধ্যেই অভিনেত্রী হিসাবে তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত। শিশুশিল্পী হিসাবে জি টিভি দিয়ে তাঁর অভিনয়ে হাতেখড়ি। তারপর একের পর এক সিরিয়ালে তিনি সুযোগ পেয়েছেন। জয় করে নিয়েছেন দর্শকের মন।

সেই অনুষ্কা সেন এবার কোরিয়ান সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেন। দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘এশিয়া’-তে তিনি অভিনয় করছেন। ইতিমধ্যেই কোরিয়া থেকে শ্যুটিং পর্ব সেরে দেশে ফিরেছেন অনুষ্কা।

কোরিয়ান সিনেমায় কোনও ভারতীয় অভিনেত্রীর অভিনয়ের ইতিহাস খুব লম্বা নয়। সেখানে এক বাঙালি কন্যার এই সাফল্য অবশ্যই ভারতবাসীকেও খুশি করেছে।

এশিয়া সিনেমায় অনুষ্কা ভারতের প্রতিনিধিত্ব করছেন। তাঁর চরিত্র এক ভারতীয়ের চরিত্র। চরিত্রটি এক হত্যাকারীর। খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র।

যে চরিত্রে কাজ করে আনন্দ পেয়েছেন অনুষ্কা। যা তাঁকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দেবে বলে মনে করছেন অনুষ্কা। শ্যুটিং পর্ব সেরে দেশে ফেরার পর শ্যুটিং নিয়েও আপ্লুত অনুষ্কা সেন।

অনুষ্কা বাঙালি পরিবারে জন্ম নিলেও তাঁর জন্ম ও শৈশব কেটেছে রাঁচিতে। তারপর সেখান থেকে মুম্বই পাড়ি। সেখানেই কান্দিভালির স্কুলে পড়াশোনা। এখনও তিনি ফিল্মোগ্রাফির ওপর কলেজে পড়াশোনা করছেন। সে কলেজও কান্দিভালির ঠাকুর ভিলেজে।

মাত্র ৭ বছর বয়সে প্রথম সিরিয়ালে হাতেখড়ি। তারপর একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন অনুষ্কা। তবে তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে ঝাঁসি কি রানি সিরিয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk