Entertainment

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন অনুরাগ কাশ্যপ

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলীলা ময়দান থেকে গত রবিবার বলেন, পোড়াতে হয় তাঁর কুশ পুতুল পোড়ানো হোক, কিন্তু একজন দরিদ্রের অটোরিকশা জ্বালাবেন না। পোড়াতে হয় তাঁর কুশ পুতুল পোড়ানো হোক, কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি পোড়াবেন না। ঘৃণা করতে হয় তাঁকে করা হোক, কিন্তু দেশকে নয়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের রেশ টেনেই সোমবার প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। প্রধানমন্ত্রীকে শহুরে নাৎসি বলে সম্বোধন করলেন তিনি।

রামলীলা ময়দান থেকেই প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল ও কয়েকজন শহুরে নকশাল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন। এই শহুরে নকশাল বললে সিএএ-এর প্রতিবাদে মুখর বুদ্ধিজীবীদের কথাই বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন পাল্টা প্রধানমন্ত্রী শহুরে নাৎসি বলে খোঁচা দিলেন অনুরাগ। ট্যুইট করে এই খোঁচা দেন তিনি।

অনুরাগ কাশ্যপ এদিন একটি ভিডিও পোস্ট করেন। যেখানে হিটলার বলছেন, তিনি জানেন কারা তাঁকে ঘৃণা করে। যদি তাঁরা চান তাহলে তাঁকে ঘৃণা করতেই পারেন, কিন্তু জার্মানিকে ঘৃণা করবেননা। হিটলারের সেই বক্তব্যের সঙ্গেই প্রধানমন্ত্রীর বক্তব্যের সামঞ্জস্য টেনে অনুরাগ তাঁকে শহুরে নাৎসি বলে কটাক্ষ করেন এদিন। বেশ কয়েকজনের ট্যুইট রি-ট্যুইটও করেন অনুরাগ কাশ্যপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts