Entertainment

গজেন্দ্র চৌহানকে সরিয়ে পুনে ফিল্ম ইন্সটিটিউটের মাথায় অনুপম খের

Published by
News Desk

পুনে ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের চেয়ারম্যান পদে বসার পর থেকেই প্রবল বিতর্কের মুখে গজেন্দ্র চৌহান। তাঁর নিয়োগ নিয়েই প্রশ্ন উঠে যায়। পুনে ফিল্ম ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা তাঁকে সরানোর দাবিতে আন্দোলনে নামেন। গত বছর ১৩৯ দিন ক্লাস বয়কট করেন তাঁরা। পরপর বিতর্ক মহাভারত সিরিয়ালের যুধিষ্ঠিরকে কখনও শান্তিতে কাজ করার সুযোগ দেয়নি। যদিও প্রবল বিতর্কের মুখে পড়েও পদ ছাড়েননি তিনি। গত মার্চেই শেষ হয় তাঁর কার্যকাল। এরপর বুধবার এফটিআইআই-এর চেয়ারম্যান হিসাবে অনুপম খেরের নাম ঘোষণা করা হয়।

গত ৩০ বছরে ৫০০-র ওপর সিনেমায় অভিনয় করেছেন অনুপম। স্টেজেও সমান সাফল্য তাঁর। একজন গুণী অভিনেতা হিসাবে যথেষ্ট সুনামও রয়েছে অনুপম খেরের। ২০০৪ সালে পান পদ্মশ্রী সম্মান। ২০১৬ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার।

Share
Published by
News Desk
Tags: Anupam Kher