State

খোলার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেল তৃণমূল সাংসদের ফেসবুক

Published by
Shaoni Dutta

নতুন ফেসবুক অ্যাকাউন্ট। অথচ মেয়াদ মাত্র ৪ ঘণ্টা। এমনটাও হয় একজন সাংসদের সাথে! বোলপুরের তরুণ সাংসদ অনুপম হাজরা শুক্রবার সকালে খোলা নিজের নতুন অ্যাকাউন্ট দুপুরে খুলে দেখতে গিয়ে দেখেন সেটি ডিসেবল্ড হয়ে গিয়েছে। সাংসদের কথায়, কেন এভাবে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তার ব্যাখ্যা তিনি পাচ্ছেন না।

অবশ্য এর মধ্যে কিছুটা রাজনীতির গন্ধও তিনি পাচ্ছেন বলে জানিয়েছেন। অনুপমবাবুর আশঙ্কা কেউ বিশেষ কোনও উদ্দেশ্যে এমন কাজ করে থাকতে পারেন। তবে যতক্ষণ না পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ তিনি কাউকে দোষারোপ করতে চান না। ইতিমধ্যেই অনুপমবাবু যোগাযোগ করেছেন ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে। শেষ পাওয়া খবর অনুযায়ী সেখান থেকে কোনও উত্তর আসেনি।

Share
Published by
Shaoni Dutta