অ্যান্টার্কটিকার হিমশৈল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
পৃথিবীর বুকে সবচেয়ে পরিস্কার জায়গা। যেখানে দূষণের কোনও স্থান নেই। মানুষের বাস না থাকলেও এ এক মহাদেশ। যেখানে আজ থেকে ২০ বছর আগেও যে পরিস্থিতি ছিল তার চেয়ে অনেক ভয়ংকর অবস্থা বর্তমানে। এভাবেই গত ২ দশকে লাফিয়ে বেড়েছে দূষণ।
কারণ পর্যটন। বিজ্ঞানীরা জানাচ্ছেন ২০ বছর আগে যেখানে এই জায়গায় গবেষক ও পর্যটক মিলিয়ে বছরের শেষে ২০ হাজার মানুষের পা পড়ত, সেখানে এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজারে। আর এঁদের মধ্যে অধিকাংশই পর্যটক।
এখানে লাফিয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা। বরফের প্রান্তর অ্যান্টার্কটিকায় একটা সময় ছিল যখন সাধারণ মানুষের যাওয়ার প্রশ্নই উঠত না। কেবল যেতেন গবেষকেরা।
এখনও অ্যান্টার্কটিকার সব জায়গায় মানুষ যান না। যেতে পারেননা। তবে যেটুকু জায়গায় মানুষের যাতায়াত বেড়েছে, সেখানে দূষণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এমনিতেই মানুষের তৈরি করা বিশ্ব পরিবেশ পরিবর্তন অ্যান্টার্কটিকার ওপর প্রভাব ফেলেছে। দ্রুত গলিয়ে দিচ্ছে বরফ। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে এই বরফের রাজ্যে। সেখানে আবার যে অংশে মানুষের যাতায়াত সেখানে দূষণ বেড়েই চলেছে।
আর এ বিষয়ে আগাম সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এভাবে যদি অ্যান্টার্কটিকায় পর্যটন বাড়তে থাকে তাহলে দূষণ আরও ভয়ংকর রূপ নেবে বলেই তাঁদের বিশ্বাস। এই বরফের দেশকে রক্ষা করতে তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শই দিচ্ছেন বিজ্ঞানীরা।